বয়স হয়ে গেছে ৪২। এ বয়সে কোথায় একটু অবসর সময় কাটাবেন তা নয়, জিমি অ্যান্ডারসন আবারও নেমে পড়তে চান বল হাতে। এবার অবশ্য তাঁর অভিযান আইপিএলে। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগটির মেগা নিলামে থাকছে ইংলিশ ‘সুইং মাস্টারের’ নামও।
পেশা তো নেশার মতোই, বারবারই কাছে টানে। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার এক মাস হলো জেমস অ্যান্ডারসনের। এর মধ্যেই সাবেক ইংলিশ পেসারের মনটা ‘আনচান’ করছে ২২ গজে ফেরার! এবারের ফেরা অবশ্য লাল বলে নয়, ফেরার ইঙ্গিত দিয়েছেন সাদা বলের ক্রিকেটে।
অবিশ্বাস্য এক টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন জেমস অ্যান্ডারসন। শুরুটা যেখানে হয়েছিল, সেই লর্ডসে বিদায় জানালেন ইংল্যান্ড কিংবদন্তি। তাঁর বিদায়ী টেস্টে আজ তৃতীয় দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১১৪ রানে জিতেছেন ইংলিশরা।
জিমি সমান জেমি (স্মিথ), অ্যান্ডারসন সমান অ্যাটকিনসন (গাস)। দুই নতুনের নামের মধ্যে যেন জেমস অ্যান্ডারসনের নামেরও একটা নির্যাস! আন্তর্জাতিক ক্রিকেটে জিমির বিদায়ী টেস্টে রঙিন অভিষেক উইকেটরক্ষক-ব্যাটার জেমি স্মিথ ও গাস অ্যাটকিনসনের।